বুধবার ০২ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

 India dominates Bangladesh in T-20 series

খেলা | দিল্লিতে সূর্যোদয়, নীতীশ-রিঙ্কুর ব্যাটে ঝড়, টাইগারদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের

KM | ০৯ অক্টোবর ২০২৪ ০৩ : ৫৮Krishanu Mazumder


সংক্ষিপ্ত স্কোর-ভারত (২০ ওভার) ২২১/৯ (নীতীশ ৭৪, রিঙ্কু ৫৩) 
 বাংলাদেশ (২০ ওভার) ১৩৫/৯ (মাহমুদ্দুলাহ ৪১, বরুণ ২/১৯)
ভারত ৮৬ রানে জয়ী

আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সূর্যোদয়।  এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। গোয়ালিয়রে ভারতের ব্যাটাররা ১১ ওভারে ম্যাচ জিতে নিয়েছিল। বুধবার ভারতের পাহাড়প্রমাণ রানের চাপেই শেষ হয়ে গেল বাংলাদেশ। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছিলেন ১৮০ রান করার ক্ষমতা নেই তাঁদের। ভারতের ২২১ রানের কাছাকাছি পৌঁছনো টাইগারদের পক্ষে ছিল অসম্ভব।  সেটাই দেখা গেল অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে গেল ৯ উইকেটে ১৩৫  রানে। ৮৬ রানে ম্যাচ জিতে নিল ভারত। টেস্টের পরে টি-টোয়েন্টি সিরিজও খুব সহজেই পকেটস্থ করল ভারত। 

বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৯ উইকেটে ২২১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সাত বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টাইগারদের বিরুদ্ধে করেছিল ৪ উইকেটে ২২৪ রান। অল্পের জন্য ভারত সেই রান দিল্লিতে টপকাতে পারেনি।  

নীতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের ব্যাট কথা বলে। দুই তরুণ ক্রিকেটারের ব্যাটিং দাপটে ভারত রানের শিখরে পৌঁছয়। তবে ছবিটা যে এমন হবে, তা কিন্তু শুরুতে বোঝা যায়নি।পাওয়ার প্লেতে ভারতের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে চাপ তৈরি করেছিল বাংলাদেশ। সঞ্জু স্যামসন (১০), অভিষেক শর্মা (১৫) এবং সূর্যকুমার (৮) ব্যর্থ হন। ৪১ রানে তিন উইকেট হারায় ভারত। সেই সময়ে মনে হয়েছিল বাংলাদেশ কিছু একটা করতে তৈরি। 

কিন্তু ভারতের দুই তরুণ ক্রিকেটার নীতীশ রেড্ডি আর রিঙ্কু ম্যাচ নিয়ে চলে যান নিজেদের সাজঘরে। বাংলাদেশের বোলারদের আক্রমণের রাস্তা নেন দুই ব্যাটার। চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়েন নীতীশ ও রিঙ্কু। মাত্র ২৭ বলে পঞ্চাশ করেন নীতীশ। অন্য দিকে রিঙ্কু সিং ২৬ বলে অর্ধ শতরান করেন। 

দুই তারকার বেপরোয়া ব্যাটিংয়ে অসহায় দেখায় বাংলাদেশকে। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ভারত তুলে ফেলে ১২০ রান। শেষ ওভারে রিশাদের ৮ রানে ৩ উইকেট নিলেও তাঁদের হয়ে বলার মতো কিছু ছিল না। বাংলাদেশের বোলাররা ব্যাপক প্রহৃত হন।  তিন পেসারের ১২ ওভার থেকে এসেছে ১০০ রান। তিন স্পিনারের ৮ ওভার থেকে এসেছে ১১৬ রান। 

নীতীশ রেড্ডি একসময়ে ত্রাস হয়ে ধরা দিয়েছিলেন। তাঁর ক্লিন হিটগুলো আছড়ে পড়ছিল গ্যালারিতে। শেষ পর্যন্ত নীতীশ ঝড় থামালেন মুস্তাফিজুর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাত্র ৩৪ বলে ৭৪ রান করেন নীতীশ রেড্ডি। চারটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তিনি ফিরে যাওয়ার পরে রিঙ্কু সিং মারমুখী ব্যাটিং শুরু করেন। ২৯ বলে ৫৩ রানে রিঙ্কু ফেরেন তাসকিনের বলে। পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল রিঙ্কুর ইনিংসে।

আগের ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার শট দেখে মুগ্ধ হয়েছিল নেট দুনিয়া। এদিন ১৯ বলে চটজলদি ৩২ রান করেন পাণ্ডিয়া। ভারতের স্কোর কার্ড আরও হৃষ্টপুষ্ট দেখাত। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। ৯ উইকেটে ২২১ রান তাড়া করে ম্যাচ বের করতে হলে শুরু থেকেই ঝড় তুলতে হত বাংলাদেশকে।

কিন্তু বাংলাদেশের ব্যাটাররা হয়তো আগেই দেওয়ালিখন পড়ে ফেলেছিলেন। বাংলাদেশের ইনিংসে ভারতের স্পিনাররা মায়াজাল বিছিয়ে দিলেন। টাইগারদের স্পিনারদের বিরুদ্ধে নির্দয় ছিলেন ভারতের ব্যাটাররা। কিন্তু ভারতের স্পিনাররা শুরু থেকেই ভেল্কি দেখিয়েছেন। ইনিংসের শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বাংলাদেশ। গড়ে উঠল না পার্টনারশিপ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৪১ রান করেন। তিনি হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশ থামল ৯ উইকেটে ১৩৫ রানে।


#Aajkaalonline#Indvsban#Indiawinst-20series

নানান খবর

এআইএফএফের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল মানোলোর, জাতীয় দলের নতুন কোচ কি সঞ্জয় সেন?

কেন প্রথম একাদশে নেই কুলদীপ?‌ অদ্ভুত যুক্তি দিলেন গিল

এখনও মেলেনি ভারত সরকারের সবুজ সঙ্কেত, পিছিয়ে যাবে কোহলিদের বাংলাদেশ সফর?

ছক্কা মেরে নিয়ম করে ম্যাচ জেতাচ্ছেন হেটমায়ার, আইপিএলে কোথায় ছিলেন তিনি?

'দু'বছর হয়ে গেল জিজা ঘরে আসে না', সামিকে কটাক্ষ গম্ভীরের, বাংলার পেসারের জন্য কি দরজা বন্ধ?

বার্মিংহ্যামে বিপত্তি! হোটেলবন্দি রাখা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

বার্মিংহ্যামে বিপত্তি! হোটেলবন্দি রাখা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

শুরু হল সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ‌

শতরানের পর ছয় উইকেট, লাল বলের ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন মুশিরের

ট্রোলের পাল্টা জবাব অর্শদীপের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্ক্রিনশট

এজবাস্টন টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড, খেলবেন আর্চার?‌ 

দায় স্বীকার কার্ডোজোর, মোহনবাগানের বিরুদ্ধে গোলের আশা করেননি নেইমারের ভক্ত

এজবাস্টন টেস্টে খেলবেন বুমরা?‌ এল বড় আপডেট

সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেলেন ললিত মোদি, জরিমানার ১০ কোটি দিতে হবে তাঁকেই

সুব্রত কাপ টুর্নামেন্টে হুগলি জেলা চ্যাম্পিয়ন সুগন্ধা হাই স্কুল

খাওয়া তো দূর! মুখে নিলেও সর্বনাশ! ধ্বংস হবে পরিবেশও, এটা এখনই বন্ধ করুন

‘…কাপুর পরিবারের উত্তরাধিকারী রণবীর নয়’ তাহলে কে? করিনার বক্তব্যে দানা বাঁধছে বিতর্ক!

সঙ্গমের গুণে গভীর ঘুম! সঙ্গীর ছোঁয়াই দূর করতে পারে ঘুমের সমস্যা? জানুন কী বলছে গবেষণা

ওলা-উবরের পৌষ মাস! চাইলেই দ্বিগুণ ভাড়া হাঁকাতে পারবে অ্যাপ ক্যাব সংস্থা, মিলল কেন্দ্রের ছাড়পত্র

দিনের পর দিন ব্ল্যাক মেল, অশ্লীল ভিডিও পাঠান! ভয়ে কুঁকড়ে তরুণীর চরম পদক্ষেপ 

মহিলা শৌচাগারে যেতেই পিছু পিছু হাজির পুরুষ সহকর্মী, তারপর অফিসেই যা ঘটল, হুলস্থুল ঋষি সুনকের শ্বশুরের সংস্থায়!

চুঁচুড়া টাউনগার্ড রোডে ব্যাঙ্কের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!

জলে তলিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু, ঘাট বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

সম্পত্তির লোভে শ্বশুর, ভাসুরের সঙ্গে সঙ্গম! 'পথের কাঁটা' শাশুড়িকে সরাতে বধূ যা করল

বন্ধুকে নিজের অণ্ডকোষ 'গিফট' করে অভাবনীয় মানবিকতার নজির যুবকের!

দোষী সঞ্জয়কে মৃত্যুদণ্ড দিলেন বিচারক অনির্বাণ, দশ বছর পুরনো জোড়া খুনের মামলায় সাজা ঘোষণা শিয়ালদহ আদালতে

হাতে আর দু' দিন, শনিবারেই সুনামি-মহাপ্রলয়! তার আগেও বিরাট ক্ষতি জাপানে, জানুন পরিস্থিতি

“সপ্তাহ কাটে MS Excel-এ, উইকেন্ড কাটে Surf Excel-এ” — নিঃশব্দ ক্লান্তির গল্প আজকের আইটি কর্মীদের

বাকিদের সঙ্গে ঘর, প্রেম, লড়াই—সবই করবে এবার ‘বিগ বস’-এর অদ্ভুত এই প্রতিযোগী ‘হাবুবু’! চেনেন তাঁকে?

তুতো ভাই-বোনের রোম্যান্স, বিয়ে! পাকিস্তানিরা ধুমধাম করে উদযাপন করেন, ভারতে কি এই চল আছে?

কাঁসা-পিতলের বাসনের কালচে দাগ তুলতে ছুটছে কালঘাম? ৫ ঘরোয়া টোটকাতে নিমেষে হবে ঝকঝকে

উধাও হবে বলিরেখা, রাতারাতি বাড়বে জৌলুস! দিদা-ঠাকুমার তিন টোটকাতেই চকচক করবে ত্বক

'পর্ণ দেখার অভ্যেস' ছিল! পুনে বাস স্ট্যান্ড ধর্ষণের আসামির জামিন খারিজ 

বউ পেটাতে ওস্তাদ এই অঞ্চলের স্বামীরা! ভাইরাল মিম ঘিরে তুমুল বিতর্ক নেট দুনিয়ায়

ফিনল্যান্ড থেকে গোয়া— কার সঙ্গে তৃপ্তি দিমরির প্রেমের ‘মেরুজ্যোতি’র আলো এবার দৃশ্যমান নেটপাড়ার কাছে?

সোশ্যাল মিডিয়া